ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

পাকিস্তানের পররাষ্ট্রসচিবের সফর নিয়ে ভারতের মন্তব্য

২০২৫ এপ্রিল ১৮ ০৮:৪২:০৮
পাকিস্তানের পররাষ্ট্রসচিবের সফর নিয়ে ভারতের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে ছিলেন পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমরা এ বিষয়ে অবগত আছি।" সাংবাদিকরা জানতে চান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসেই বাংলাদেশ সফর করবেন, বিষয়টি ভারত কীভাবে দেখছে? উত্তরে জয়সওয়াল জানান, "বিষয়টি আমাদের নজরে রয়েছে," তবে তিনি আর কোনো মন্তব্য করেননি।

এছাড়া, বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আগেও বলেছি, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক আরও গভীর করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করে।"

তবে ট্রান্সশিপমেন্ট বন্ধের বিষয়ে তিনি ইঙ্গিত দেন, কিছু ‘ঘটনা’র কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, যা খতিয়ে দেখলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে। তবে সেসব ঘটনা কী ছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত বলেননি।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে