ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ওয়াকফ আইন নিয়ে নতুন মোড়

২০২৫ এপ্রিল ১৭ ২১:২৮:৪১
ওয়াকফ আইন নিয়ে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: ভারতের সুপ্রিম কোর্ট সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে। ৭৩টি পৃথক মামলার প্রেক্ষিতে বুধবার (১৬ এপ্রিল) থেকে শুনানি শুরু হয়। বৃহস্পতিবার শুনানির শেষ দিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আদালত নির্দেশ দেয়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ডে নতুন নিয়োগ বা ওয়াকফ সম্পত্তির অবস্থা পরিবর্তন করা যাবে না। এ সময় আদালত ‘ওয়াকফ বাই ইউজার’-এর আইনগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলে।

প্রধান বিচারপতি বলেন, “১৩শ-১৫শ শতাব্দীর মসজিদের কাগজপত্র পাওয়া অসম্ভব। আদালতের রায়ে প্রতিষ্ঠিত ওয়াকফ কি এখন বাতিল হবে? আইন দিয়ে রায় বাতিল করা যায় না।” সরকার পক্ষকে তিনি প্রশ্ন করেন, “আপনারা কি হিন্দু দেবোত্তর বোর্ডে মুসলিম সদস্য রাখতে দেবেন?”

এছাড়া নতুন আইনে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির বিধান ঘিরেও বিতর্ক ছড়িয়েছে। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে ২২ জনের মধ্যে মাত্র ৮ জন মুসলিম এবং রাজ্য বোর্ডে ১১ জনের মধ্যে মাত্র ৪ জন মুসলিম সদস্য থাকার বিধান রাখা হয়েছে। এই বিষয়ে সরকারের আইনজীবী তুষার মেহতা সময় চাওয়ায় আদালত এক সপ্তাহ সময় দিয়েছে।

বিরোধী দল, ধর্মীয় সংগঠন ও নাগরিক সমাজ এই আইনকে সংবিধানবিরোধী বলে দাবি করছে। কপিল সিবাল বলেন, “ওয়াকফ ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। হাজার বছর আগে তৈরি ওয়াকফের জন্য এখন কাগজপত্র চাওয়া সংবিধানের ২৬ নম্বর ধারা লঙ্ঘন।”

বর্তমানে আদালত তিনটি মূল প্রশ্ন নিয়ে বিবেচনায় রয়েছে:

আদালতের রায়ে প্রতিষ্ঠিত ওয়াকফ বাই ইউজার বাতিল হবে কি না

কাউন্সিল ও বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির সাংবিধানিক বৈধতা

বিতর্কিত বা সরকারি জমিকে ওয়াকফ হিসেবে স্বীকৃতি না দেওয়ার বিধান

উল্লেখ্য, রাষ্ট্রপতির সম্মতির পর সম্প্রতি আইনটি কার্যকর হয়। তবে, এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে