ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

মোদীকে ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা

২০২৫ এপ্রিল ১৬ ২১:৫৭:৩১
মোদীকে ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সম্প্রতি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মেলনে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, "আপনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত নন। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সীমান্ত রয়েছে। আপনি ইউনূসের সঙ্গে মিটিং করুন, চুক্তি করুন; দেশের ভালো হলে আমি খুশি হবো।"

মমতা ব্যানার্জী বলেন, "আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন এবং রাম ও রহিমের অধিকারও ক্ষুণ্ণ করছেন। আপনি কি এই বিষয়গুলোর আওতায় পড়েন? সেটা আপনার ক্রমবর্ধমান প্ল্যানিংয়ের অংশ?" এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, যা ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।

তিনি মুসলিম ভাইবোনদের উদ্দেশে বলেন, "এই আইন সংবিধানের অধিকার ভেঙে ফেলেছে। সংবিধানে ১৮ এবং ৩৫ অনুচ্ছেদ রাজ্য সরকারের সম্পত্তির অধিকার নিশ্চিত করে; অথচ তাকেও কেড়ে নেওয়া হয়েছে।" এমনকি মমতা বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, "বাংলাদেশের হাত রয়েছে; বিএসএফ তো বর্ডার সামলায়। সেখানে আমার কোনো অধিকার নেই, তারপরও কেন ঢুকতে দেওয়া হলো?"

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মাঠে নেমেছে।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে