ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

জার্মানি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন

২০২৫ এপ্রিল ১২ ১৬:৩৫:৩১
জার্মানি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : জার্মানিতে তিন বছরে নাগরিকত্ব পাওয়ার সুবিধা বাতিল করতে যাচ্ছে নতুন জোট সরকার। সম্প্রতি সিডিইউ/সিএসইউ এবং এসপিডি গঠিত নতুন জোট চুক্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারির মধ্যবর্তী নির্বাচনের পর গঠিত এই জোট সরকার বিদায়ী সরকার কর্তৃক প্রণীত নাগরিকত্ব আইন সংস্কারের ঘোষণা দিয়েছে। বিদায়ী ওলাফ শলৎস সরকারের আমলে তিন বছর জার্মানিতে অবস্থান এবং জার্মান ভাষায় দক্ষতা ও সমাজে একীভূত হওয়ার শর্তে নাগরিকত্ব পাওয়ার সুযোগ ছিল। নতুন সরকার সেই সুবিধাটি বাতিল করতে যাচ্ছে।

তবে নাগরিকত্ব লাভের জন্য পাঁচ বছর বসবাসের প্রচলিত নিয়মটি বহাল থাকছে বলে জানিয়েছে জোট সূত্র। এছাড়া নির্বাচনের আগে আলোচনায় আসা অপরাধে জড়িত দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের বিষয়টি নতুন চুক্তিতে স্থান পায়নি।

তিন বছরে নাগরিকত্ব পাওয়ার নিয়ম অনুযায়ী বিদেশিদের জার্মান ভাষায় ‘সি-১ লেভেল’ দক্ষতা এবং সমাজে একীভূত হওয়ার প্রমাণ দিতে হতো। এই আইনটি শুরু থেকেই রক্ষণশীল সিডিইউ/সিএসইউ দলের সমালোচনার মুখে পড়ে। তাদের মতে, এই নিয়ম খুব অল্প সময়েই নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দেয়, যা জার্মান পরিচয়ের গুরুত্ব হ্রাস করে।

অন্যদিকে, দ্বৈত নাগরিকত্বের সুবিধা বহাল রাখার সম্ভাবনা রয়েছে। শলৎস সরকারের সময়ে প্রণীত এই আইন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের অভিবাসীরাও নিজেদের দেশের পাশাপাশি জার্মান পাসপোর্ট রাখার সুযোগ পান। নতুন জোট এই বিধান নিয়ে আপত্তি না জানানোয়, সেটি বহাল থাকছে বলে মনে করা হচ্ছে।

নাগরিকত্ব বাতিলের প্রস্তাব নিয়েও নির্বাচনের সময় আলোচনা হলেও, নতুন সরকার সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পূর্বে সিডিইউ/সিএসইউ’র পক্ষ থেকে বলা হয়েছিল, কেউ যদি সন্ত্রাসবাদে যুক্ত হন বা কট্টরপন্থি মতাদর্শ লালন করেন, তবে তার নাগরিকত্ব বাতিল করা হতে পারে। তবে এসপিডি ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এই প্রস্তাবের বিরোধিতা করায়, বিষয়টি এখন আর আলোচনার কেন্দ্রে নেই।

কেএইচ/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে