ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

চীন ছাড়া বিশ্বের সব দেশের ওপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

২০২৫ এপ্রিল ১০ ০৬:০৪:২৭
চীন ছাড়া বিশ্বের সব দেশের ওপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

শেয়ারনউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া অন্যান্য দেশের ওপর পালটা শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন।

এই সময়কালীন সময়ে এসব দেশের পণ্যে ন্যূনতম ১০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর থাকবে। অন্যদিকে, তিনি চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশে বাড়িয়েছেন, যা অবিলম্বে কার্যকর হবে।

বুধবার (৯ এপ্রিল) ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, চীন বিশ্ববাজারের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছে, তাই এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর ট্রাম্প আশা প্রকাশ করেন, নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার আর কোনও সুযোগ নেই।

ট্রাম্পের পোস্ট অনুযায়ী, ৭৫টিরও বেশি দেশ মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এই প্রতিনিধিদের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ এবং ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) অন্তর্ভুক্ত রয়েছে।

চীন বাদে অন্য যে সকল দেশের জন্য শুল্ক আরোপ স্থগিত করা হয়েছে, তা দ্রুততার সঙ্গে সমাধান করতে তারা প্রস্তুত বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি ৯০ দিনের জন্য পালটা শুল্ক স্থগিতের বিষয়ে লিখেছেন, "আমি ১০ শতাংশের পাল্টা শুল্ক স্থগিত অনুমোদন করেছি।"

আলীম/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে