ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Sharenews24

৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলের নিলামের তারিখ ঘোষণা

২০২৫ এপ্রিল ০৯ ১০:২৪:৪৬
৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলের নিলামের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক এপ্রিল মাসের জন্য ৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলের নিলামের তারিখ ঘোষণা করেছে। এই নিলাম ৯, ১৬, ২৩ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণ এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই নিলাম অনুষ্ঠিত হবে। ৯০ ও ১৮০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের নিলামে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এবং বাংলাদেশে নিবাসী ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নিতে পারবেন।

এতে বলা হয়, প্রতিটি বিড দশ লাখ টাকা বা তার গুণিতক অঙ্কের অভিহিত মূল্যে দাখিল করা যাবে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, যারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব পরিচালনা করে, তারা তাদের গ্রাহকদের পক্ষে বিড দাখিল করতে পারবে।

নিলাম চলবে বাংলাদেশ ব্যাংকের এমআই মডিউলের মাধ্যমে, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এক্ষেত্রে প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের জন্য ডিস্কাউন্টে প্রস্তাবিত ক্রয়মূল্য উল্লেখ করতে হবে।

নিলামের ফলাফল একই দিনে দুপুর আড়াইটার মধ্যে ঘোষণা করা হবে, এবং বিলের সেটেলমেন্ট টি+০ ভিত্তিতে হবে। মেয়াদপূর্তির পর, বিলের মূল্য সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চলতি হিসাব থেকে পরিশোধ করা হবে।

নিলামে অংশগ্রহণের জন্য বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে