ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

যে কারণে সৌদি আরবে ভূমিকম্প হয় না

২০২৫ এপ্রিল ০৮ ১১:২১:১২
যে কারণে সৌদি আরবে ভূমিকম্প হয় না

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর প্রায় সব জায়গায় ভূমিকম্পের তাণ্ডব চলছে, কিন্তু এমন কিছু স্থান রয়েছে যেখানে ভূমিকম্পের ক্ষতি প্রায় শূন্য। সৌদি আরব এমন একটি জায়গা, যেটি রহস্যময়ভাবে ভূমিকম্প থেকে নিরাপদ। আজও সেখানে বড় কোনো ভূমিকম্পের ঘটনা ঘটেনি, এবং বিজ্ঞান এর পেছনে নানা ব্যাখ্যা দেয়।

বিজ্ঞান বলে, সৌদি আরব অবস্থিত আরবিয়ান টেকটনিক প্লেটের মাঝামাঝি, যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো একে অপরকে সংঘর্ষে ফেলে। সাধারণত এসব সংঘর্ষে বড় ভূমিকম্প হয়। কিন্তু সৌদি আরব এমন কোনো সংঘর্ষপ্রবণ সীমান্তে অবস্থিত নয়, তাই সেখানে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটছে না।

এমনকি, পৃথিবীতে সব স্থানেই ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, কিন্তু সৌদি আরবের মতো অঞ্চল গুলো বিশেষভাবে নিরাপদ, কারণ এখানে ভূ-তাত্ত্বিকভাবে কোনো বড় অস্থিরতা বা টেকটনিক সংঘর্ষ নেই। তবে এর মানে এই নয় যে সৌদি আরবে কখনো ভূমিকম্প ঘটেনি। ২০২২ সালের ৩১ আগস্ট, আলবাহা অঞ্চলে ৩.৬২ মাত্রার ভূমিকম্প হয়েছিল, আর ২০০৯ সালে ইয়ানবু এলাকায় প্রায় ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এইসব ভূমিকম্প ছিল ক্ষণস্থায়ী এবং বড় ক্ষয়ক্ষতি হয়নি।

এটি শুধু ভূতাত্ত্বিক নিরাপত্তার ফল নয়, বরং ইসলামের চোখেও এর ব্যাখ্যা রয়েছে। সুরা আল আনকাবুত-এ আল্লাহ বলেন, "তারা কি দেখেনি যে আমি একটি নিরাপদ শহর তৈরি করেছি, অথচ তাদের চারপাশ থেকে মানুষ ছিনতাই হয়ে যায়?" এই আয়াতটি সৌদি আরবের নিরাপত্তার রহস্যে আল্লাহর বিশেষ পরিকল্পনাকে তুলে ধরে। সৌদি আরব শুধু একটি ভূতাত্ত্বিক নিরাপত্তা নয়, বরং এটি আল্লাহর অদৃশ্য পরিকল্পনার অংশ।

ইসলামে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে, মদিনায় কেয়ামতের পূর্বে একটি ভয়াবহ ভূমিকম্প হবে এবং তখন মুনাফিকরা শহর ছেড়ে পালিয়ে যাবে। এটি শেষ সময়ের শুরুর ইঙ্গিত, যেটি বিশ্বের পরিস্থিতি পরিবর্তন করবে।

সৌদি আরবের ভূমিকম্প নিরাপত্তা আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যার পাশাপাশি ইসলামের একটি অদৃশ্য রহস্যও, যেখানে আল্লাহর পরিকল্পনা কাজ করছে। যখন সেই মুহূর্ত আসবে, তখন মদিনার ভূমিকম্পের পর আর ফিরে আসার সুযোগ থাকবে না। এটি শুধুমাত্র বিজ্ঞান বা ভূতাত্ত্বিক নিরাপত্তা নয়, বরং ইসলামের এক গূঢ় বার্তা।

আরিফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে