ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

পলকের জেলে বইয়ের তালিকা দেখে সবাই হতবাক

২০২৫ মে ২৬ ১৭:৪৮:৩৭
পলকের জেলে বইয়ের তালিকা দেখে সবাই হতবাক

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে বসেই নিজেকে প্রস্তুত করছেন আরও জ্ঞান অর্জনের জন্য। সোমবার (২৬ মে) তিনি আদালতে উপস্থিত হয়ে আইন ও রাষ্ট্রবিজ্ঞানের পাঁচটি গুরুত্বপূর্ণ বই চেয়ে চমক সৃষ্টি করেছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির মাধ্যমে তিনি যে বইগুলো চেয়েছেন, সেগুলো হলো:

ফৌজদারি কার্যবিধি (CrPC)

দেওয়ানি কার্যবিধি (CPC)

দণ্ডবিধি (Penal Code)

ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন

জাতীয় সংসদে জুনাইদ আহমেদ পলক (ব্যক্তিগত রচনাসংকলন)

আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন,“কারাগারে তিনি লেখালেখি ও পড়ালেখায় সময় দিচ্ছেন। এজন্য নিজেই এসব বই চেয়েছেন। পরিবার বইগুলো কারাগারে পৌঁছে দেবে।”

এদিন সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালতে তাকে হাজির করা হলে মিরপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পরে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

পলককে গত বছরের ১৫ আগস্ট, খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই তিনি কারাবন্দী।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে