ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

জাইকার সঙ্গে ৬৭০০ কোটি টাকার ঋণচুক্তি

২০২৫ মার্চ ২৫ ২০:৪৫:৩৩
জাইকার সঙ্গে ৬৭০০ কোটি টাকার ঋণচুক্তি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ঋণচুক্তি স্বাক্ষর করেছে, যার মোট পরিমাণ ৬৭০০ কোটি টাকা। এই চুক্তির আওতায় জাইকা বাংলাদেশকে ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকল্প এবং মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিকাল কোল ফায়ারড পাওয়ার প্রকল্পের জন্য ঋণ সহায়তা দেবে।

চুক্তির অধীনে জাপানের বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বাড়ানো হবে এবং মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের আওতায় নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। দুটি প্রকল্পের জন্য মোট ৮৫ হাজার ৮১৯ মিলিয়ন জাপানি ইয়েন ঋণ প্রদান করা হবে, যা স্থানীয় মুদ্রায় ৬৭০০ কোটি টাকার সমান।

ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকার বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমাহিদে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের আওতায় ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বাড়ানো হবে। নতুন খাদ্য পরীক্ষাগার ও ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি নির্মাণের মাধ্যমে দেশে খাদ্য নিরাপত্তার মান উন্নত করা হবে। ঋণের সুদের হার ১ দশমিক ৮৫ শতাংশ এবং ঋণ পরিশোধের মেয়াদ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর।

এ প্রকল্পের আওতায় ১,২০০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যা দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যে ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন, সড়ক এবং সেতু নির্মাণ অন্তর্ভুক্ত থাকবে। ঋণের সুদের হার ১ দশমিক ৯৫ শতাংশ এবং ঋণ পরিশোধের মেয়াদও ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর।

এই ঋণচুক্তি বাংলাদেশের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের বিভিন্ন প্রকল্পে বিদেশি সহায়তার মাধ্যমে অবকাঠামো ও সেবা খাতে উন্নয়ন আনবে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে