ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

‘এবারের বাজেটে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে’

২০২৫ মার্চ ১৯ ২১:৫৩:১৪
‘এবারের বাজেটে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে’

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এবারের বাজেট বাস্তবমুখী হতে যাচ্ছে এবং এর আকার অতিরিক্ত বড় করার পরিকল্পনা নেই। তবে মানুষের আয় বাড়ানোর লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, শিশুদের শিক্ষাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হবে।

তিনি বলেন, "আমরা আগামী বছরের বাজেটকে বাস্তবমুখী করার কথা বলেছি। বাজেটের আকার অহেতুক বাড়ানো হবে না এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও বেশ বড় হবে না। তবে আমাদের লক্ষ্য হলো মূল্যস্ফীতি কমানো, মানুষের আয় বৃদ্ধি এবং বেসরকারি খাতে কর্মসংস্থান প্রসারিত করা।"

তিনি আরও বলেন, বাজেটের প্রভাব সম্পর্কে আগে থেকেই বলা হতো, কিন্তু এবারে আমরা সেই প্রতিশ্রুতির দিকে অধিক মনোযোগ দেবো। বাজেট বক্তৃতার দৈর্ঘ্য সম্পর্কে তিনি মন্তব্য করে বলেছেন, এবারের বক্তৃতা ৫০ থেকে ৬০ পৃষ্ঠার মধ্যে রাখার প্রস্তাব করা হয়েছে, যাতে বাজেট সংক্ষিপ্ত হয়।

এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমাদের প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি প্রয়োজনীয় পদক্ষেপ ন আপায়, তাহলে অন্যান্য দেশ যেমন ভুটান এবং আফ্রিকার দেশগুলো আমাদের সহায়তার অঙ্গীকার করেছে।" তিনি ২০২৬ সালের নির্ধারিত সময়ে প্রস্তুতি নেয়ার গুরুত্বও তুলে ধরেন।

সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, কিছু পরিমাণে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে এবং কিছু অসংরক্ষিত জনগণকে কমিউনিটিতে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তবে সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ কমানোর কোনো পরিকল্পনা নেই।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে