ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড, ইতিহাসে সর্বোচ্চ

২০২৫ মার্চ ১৯ ১০:১৫:০৫
স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড, ইতিহাসে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণের দাম নতুনভাবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম আজ থেকে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গতকাল, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাম বৃদ্ধির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে, ফলে দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা হবে। অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, স্বর্ণের বিক্রয়মূল্যের ওপর সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে, গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরিতে কিছুটা তারতম্য হতে পারে।

এর আগে, গত ১৬ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা ছিল। তবে, এই দাম সমন্বয়ের পর বর্তমানে নতুন সর্বোচ্চ দাম কার্যকর হবে।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার দাম বাড়ানো হয়েছে, আর ৪ বার দাম কমানো হয়েছে। গত বছর (২০২৪) মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার দাম কমানো হয়েছিল।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে, ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে