ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

নাগপুরে হিন্দু-মুসলিম সহিংসতা, কারফিউ জারি

২০২৫ মার্চ ১৮ ২১:৫৮:০০
নাগপুরে হিন্দু-মুসলিম সহিংসতা, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৩৪ পুলিশ সদস্যসহ মোট ৩৯ জন আহত হয়েছেন।

এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তত ৪৫টি গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নাগপুরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার ডিস্ট্রিক্ট গার্ডিয়ান মিনিস্টার চন্দ্রশেখর এ তথ্য জানিয়েছেন।

সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আওরঙ্গজেবের সমাধি ১৭ শতকে নির্মিত, যা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগর জেলা হিসেবে পরিচিত। বিজেপি নেতাদের পাশাপাশি কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি বেশ কিছুদিন ধরে এই সমাধি সরানোর দাবি করে আসছিল।

গতকাল ১৭ মার্চ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের বিক্ষোভের সময় আওরঙ্গজেবের কুশপুতুল পোড়ানো হয় এবং তার সমাধির ছবি ও প্রতীকী সমাধি পুড়িয়ে দেওয়া হয়।

বিক্ষোভ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর ছুঁড়ে। কিছু জনগণ ওল্ড হিসলপ কলেজ এলাকায় প্রবেশ করে গাড়ি ও বাড়িতে ভাঙচুর শুরু করে। গুজব ছড়ায় যে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পুড়িয়ে দেওয়া হয়েছে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহার করে। নাগপুরের কমিশনার রবীন্দ্র সিংগল পরিস্থিতি শান্ত হওয়ার কথা জানিয়ে গুজবে কান না দিতে এবং আইন নিজের হাতে না নিতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাভিশ এই সহিংসতাকে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। অন্যদিকে, ভিএইচপি সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের দাবি, এটি একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্দেশ্যে করা হচ্ছিল।

হাসিব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে