ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ওয়াসার নিয়োগ নিয়ে যা বললেন জাতীয় নাগরিক পার্টির তাজনূভা

২০২৫ মার্চ ১৮ ১৫:০৫:১৪
ওয়াসার নিয়োগ নিয়ে যা বললেন জাতীয় নাগরিক পার্টির তাজনূভা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তাজনূভা জাবীন সম্প্রতি ওয়াসা নিয়োগ নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াসার নিয়োগ সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তার মতে, এই রিপোর্টে সংশ্লিষ্টদের বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়নি এবং এটি একটি আউটসোর্সিংয়ের নিয়োগ প্রক্রিয়া, যেখানে কোনো পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া প্রয়োজন ছিল না।

তাজনূভা জাবীন বলেন, "এই রিপোর্টটি মূলত একটি অনুসন্ধানী রিপোর্ট হতে পারেনি, কারণ এতে মানের কোনো অনুসন্ধান দেখা যায়নি। রিপোর্টের তথ্যগুলোর ভিত্তি দুর্বল এবং ভুল তথ্য ছড়ানো হয়েছে।" তিনি আরও বলেন, এই ধরনের ভুল রিপোর্ট গণমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।

এছাড়া তিনি সরকারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার কথা জানিয়ে বলেন, "যদি কোনো প্রমাণ থাকে, আমরা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেব। কিন্তু যদি শুধুমাত্র গুজব ও অপপ্রচার চালানো হয়, সেটা অত্যন্ত দুঃখজনক।"

এসময় তাজনূভা জাবীন সংবিধান এবং গণঅভ্যুত্থান সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, জুলাই মাসের অভ্যুত্থান সংবিধানবিরোধী হলেও, এটা জনগণের গণঅভিপ্রায়ের ফলস্বরূপ হয়েছিল। তিনি আরও জানান, এনসিপি বারবার সরকারের সঙ্গে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, তাজনূভা জাবীনের এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং রাজনৈতিক অস্থিরতার বিষয়ে তার দল এনসিপির অবস্থান পরিষ্কার করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে