ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫
Sharenews24

দুই কোম্পানির বিনিয়োগকারীদের মাথায় হাত

২০২৫ মার্চ ১৫ ১১:১২:৩০
দুই কোম্পানির বিনিয়োগকারীদের মাথায় হাত

নিজস্ব প্রতিবেদক: তিন বছরের বেশি সময় যাবত শেয়ারবাজারের বিনিয়োগকারীরা ধারাবাহিক লোকসানে রয়েছেন। বেশিরভাগ বিনিয়োগকারীরা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে গেছেন।

যারা এখনো আশায় আশায় শেয়ারবাজারে রয়েছেন, তাদের প্রত্যাশা ছিল অন্তবর্তী সরকারের আমলে বাজার চাঙ্গা হবে, তারা লোকসান অতিক্রম করে মুনাফার মুখ দেখতে পারবেন। কিন্তু তাদের সেই স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেছে। বরং প্রতি সপ্তাহে বা প্রতি মাসেই তারা আরও বড় বড় লোকসানের মুখে পড়ছেন। যদিও এসব লোকসানের পেছনে যুক্তি সংগত কোন কারণ নেই।

চলতি মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে তেমনি দুটি কোম্পানিটির শেয়ার দাম বিনা কারণে অনেক নেমে গেছে। কোম্পানি দুটি হলো- আলিফ ইন্ডাষ্ট্রিজ ও মিডল্যান্ড ব্যাংক।

আলিফ ইন্ডাষ্ট্রিজ

চলতি বছরের ১৬ জানুয়ারী আলিফ ইন্ডাষ্ট্রিজের দাম ছিল ৯৬ টাকার ওপরে। এরপর থেকে ধারাবাহিকভাবে পতনে থাকে কোম্পানিটির শেয়ার।

মার্চের প্রথম কর্মদিবসে (০২ মার্চ) শেয়ারটির উদ্বোধনী দাম থাকে ৮০ টাকা ১০ পয়সায়। তারপর আবারও পতনের ধারায় থাকে শেয়ারটি। গত দুই সপ্তাহে শেয়ারটির দাম ধারাবাহিকভাবে কমে সর্বশেষ ৬৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।

এতে দেখা যায়, দুই মাসের ব্যবধানে আলিফ ইন্ডাষ্ট্রিজের দাম কমেছে ৩০ টাকার বেশি বা প্রায় ৩২ শতাংশ। আর গত দুই সপ্তাহে দাম কমেছে ১৪ টাকা ৫০ পয়সা বা ১৮ শতাংশের বেশি।

আলিফ ইন্ডাষ্ট্রিজ ‘এ’ ক্যাটাগরির শেয়ার। সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৮ পয়সা।

মিডল্যান্ড ব্যাংক

চলতি বছরের ৬ জানুয়ারী মিডল্যান্ড ব্যাংকের দাম ছিল ৩৫ টাকা। এরপর থেকে ধারাবাহিকভাবে পতনে থাকে কোম্পানিটির শেয়ার। মার্চের প্রথম কর্মদিবসে (০২ মার্চ) শেয়ারটির উদ্বোধনী দাম থাকে ২১ টাকা ১০ পয়সায়। গত দুই সপ্তাহে ধারাবাহিকভাবে আরও পতন হয়ে সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।

এতে দেখা যায়, দুই মাসের ব্যবধানে আলিফ ইন্ডাষ্ট্রিজের দাম কমেছে ১৮ টাকার বেশি বা প্রায় ৫২ শতাংশ। আর গত দুই সপ্তাহে দাম কমেছে ৪ টাকা ২০ পয়সা বা ১৭ শতাংশের কাছাকাছি।

মিডল্যান্ড ব্যাংক ‘বি’ ক্যাটাগরির শেয়ার। সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৮ পয়সা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে