ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

পতনের তালিকায় দুই ক্যাটাগরির শেয়ারের চাপ

২০২৫ মার্চ ০৮ ১১:৪৭:০৫
পতনের তালিকায় দুই ক্যাটাগরির শেয়ারের চাপ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনের শীর্ষ তালিকায় স্থান নিয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিল,বসুন্ধরা পেপার, তশরিফা ইন্ডাষ্ট্রিজ, হামিদ ফেব্রিকস, মিডল্যান্ড ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, জুট স্পিনার্স, নিউ লাইন ক্লথিং, সিএপিএমআইবিবিএল ফান্ড এবং ইয়াকিন পলিমার।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি হলো ‘জেড’ গ্রুপের, তিনটি হলো ‘বি’ গ্রুপের এবং ২টি ‘এ’ গ্রুপের।

পতনের তালিকায় থাকা ‘জেড’ গ্রুপের শেয়ারগুলো হলো- হামিদ ফেব্রিকস, রিজেন্ট টেক্সটাইল, জুট স্পিনার্স, নিউ লাইন ক্লথিং ও ইয়াকিন পলিমার।

‘বি’ গ্রুপের হলো- এস আলম কোল্ড রোল্ড স্টিল, তশরিফা ইন্ডাষ্ট্রিজ ও মিডল্যান্ড ব্যাংক।

আর ‘এ’ গ্রুপের হলো-বসুন্ধরা পেপার ও সিএপিএমআইবিবিএল ফান্ড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ‘জেড’ গ্রুপের শেয়ার দাম বৃদ্ধির তালিকায় একচ্ছত্র দখল করেছিল। এ সময়ে ‘জেড’ গ্রুপের কিছু শেয়ারের দাম দুই-তিন গুণের বেশি বেড়েছিল। যেমন-খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দাম ৯ টাকা থেকে ৩৩ টাকায় উঠেছিল।

এরপর ফেব্রুয়ারি মাসজুড়ে দাম বৃদ্ধির তালিকায় আধিপত্য বিস্তার করেছিল ‘বি’ গ্রুপের শেয়ার। আলোচ্য মাসে ‘বি’ গ্রুপের অনেক শেয়ারের দাম শতভাগ বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা ফেব্রুয়ারি মাসে ‘বি’ গ্রুপের শেয়ারে মনোযোগি ছিল বেশি। এ সময়ে সোনারগাঁ টেক্সটাইল, এসআলম কোল্ড রোল স্টিলের দাম অনেক বেড়েছিল।

তবে মার্চের প্রথম সপ্তাহের শেয়ারবাজারে ভিন্ন চিত্র দেখা গেল। আলোচ্য সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় দাপট দেখিয়েছে ‘এ’ গ্রুপের শেয়ার। মনে হচ্ছে বিনিয়োগকারীরা তাদের অবস্থান পাল্টাতে শুরু করেছে। আলোচ্য সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় ‘এ’ ক্যাটাগরির প্রধান্য দেখা যায়। এছাড়া, আলোচ্য সপ্তাহে অনেক ভালো ও মৌলভিত্তির শেয়ার নড়চড়ে বসতে দেখা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা এখন ‘জেড’ ক্যাটাগরি ও ‘বি’ ক্যাটাগরি শেয়ার থেকে মুনাফা তুলছে বলে মনে হচ্ছে। যে কারণে এই দুই ক্যাটাগরির শেয়ারের দাম বেশি সংশোধন হচ্ছে।

বিপরীতে বিনিয়োগকারীরা যেন ‘এ’ ক্যাটাগরির শেয়ারের প্রতি ধীরে ধীরে মনোযোগি হচ্ছে। যে কারণে ‘এ’ ক্যাটাগরি শেয়ারের দাম ও লেনদেন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে