ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে পতন, লেনদেনে বড় ধাক্কা

২০২৫ মার্চ ০৮ ১০:০৩:০০
বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে পতন, লেনদেনে বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২ মার্চ থেকে ৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। আলোচ্য সপ্তাহজুড়ে সূচকের সঙ্গে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ১৩ হাজার ২১৭ কোটি টাকা।

শেয়ারবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ, সপ্তাহব্যাপী ডিএসইর বাজার মূলধন কমেছে ১৩ হাজার ২১৬ কোটি ৬৬ লাখ টাকা বা ১ দশমিক ৯০ শতাংশ।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪৩ দশমিক ৩৪ পয়েন্ট বা ০ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া, ডিএসই-৩০ সূচক কমেছে ১৫ দশমিক ৮৭ পয়েন্ট বা ০ দশমিক ৮৩ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৬ দশমিক ১১ পয়েন্ট বা ০ দশমিক ৫২ শতাংশ।

সূচকের পতনের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮১৩ কোটি ৪৯ লাখ টাকা, যা পূর্ববর্তী সপ্তাহে ছিল ৩ হাজার ৫৬ কোটি টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১ হাজার ২৪২ কোটি ৫১ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৪৬ কোটি ৬৩ লাখ টাকা বা ২৮ দশমিক ৭৯ শতাংশ। চলতি সপ্তাহে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৭০ লাখ টাকা, যা পূর্ববর্তী সপ্তাহে ছিল ৫০৯ কোটি ৩৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টি কোম্পানির, কমেছে ২৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে