ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ ব্যবহারে শর্তারোপ

২০২৫ মার্চ ০৭ ১৬:২৪:৪৮
বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ ব্যবহারে শর্তারোপ

নিজস্ব প্রতিবেদক: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদবী নিয়ে সম্প্রতি একটি নতুন নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ি, এখন থেকে কেউ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদবী ব্যবহার করতে পারবে না বা এই পদে নিয়োগ দিতে পারবে না, যদি না এটি আইডিআরএ থেকে অনুমোদিত হয়।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে:

১. কেউ যদি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দ্বারা অনুমোদিত না হন, তবে তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তা পদবী ব্যবহার করতে পারবেন না।

২. আইডিআরএ’র অনুমতি ছাড়া, কোনো বিমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কাউকে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া যাবে না এবং এই পদবি ব্যবহারও করা যাবে না।

৩. যদি মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ প্রস্তাব আইডিআরএ দ্বারা অনুমোদিত না হয়, তবে সংশ্লিষ্ট বিধান অনুসারে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে মুখ্য নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে নিয়োগ দেওয়া যাবে। এ ধরনের কর্মকর্তা মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদবি ব্যবহার করতে পারবেন।

৪. মুখ্য নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার অধীনস্থ কোনো কর্মকর্তা আইডিআরএ’কে পাঠানো পত্রে স্বাক্ষর করতে পারবেন না।

এই নির্দেশনাগুলি বাস্তবায়ন নিশ্চিত করতে বিমাকারী প্রতিষ্ঠান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে