ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

ঋণ পুনঃ তফসিলে বিশেষ সুবিধা চায় বসুন্ধরা গ্রুপ

২০২৫ মার্চ ০৭ ১২:৪৬:৪৫
ঋণ পুনঃ তফসিলে বিশেষ সুবিধা চায় বসুন্ধরা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ সম্প্রতি তাদের ঋণ পুনঃ তফসিল করতে বিশেষ সুবিধা চেয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বসুন্ধরা গ্রুপের বেশ কিছু ঋণ খেলাপি হয়ে পড়েছে, এবং তারা যে পরিমাণ ঋণ নিতে পারে তার চেয়ে অনেক বেশি ঋণ নিয়েছে।

বসুন্ধরা গ্রুপ তাদের ঋণকে একাধিক গ্রুপ হিসেবে ভাগ করেছে, তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে যে, সব ঋণ একক গ্রুপ হিসেবেই চিহ্নিত হবে। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ব্যাংকের কাছে বিশেষ সুবিধা চাওয়া হয়েছে, যাতে তাদের ঋণ পুনঃ তফসিল করা যায় সহজ শর্তে।

গত বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন। এতে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আহমেদ জামাল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী ও কবির আহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বসুন্ধরা গ্রুপ তাদের ঋণ পুনঃ তফসিল করার জন্য সহজ শর্তে সহায়তা চেয়ে আবেদন জানায়।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “সরকারের লক্ষ্য হল, কোন শিল্প প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়, সে জন্য ব্যাংক হিসাব বন্ধ করা হয়নি।” তিনি আরও বলেন, "যদি খেলাপি ঋণ পুনঃ তফসিল করা হয়, তবে এককালীন টাকা জমা দিতে হবে, যা ব্যাংকগুলোর তাত্ক্ষণিক ঘুরে দাঁড়ানোর জন্য সহায়ক হবে।"

এছাড়া, বাংলাদেশ ব্যাংক পক্ষ থেকে বলা হয়েছে, শিল্প প্রতিষ্ঠান চালু রাখার জন্য তারা সর্বাত্মক সহায়তা করবে।

বসুন্ধরা গ্রুপের ঋণ পুনঃ তফসিলের বিষয়টি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ এক দৃষ্টান্ত হতে পারে, যেখানে খেলাপি ঋণ এবং ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করতে বিশেষ সহায়তার প্রয়োজন হতে পারে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে