ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে নতুন দুই দেশ

২০২৫ মার্চ ০৭ ১২:০৮:৪৫
যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে নতুন দুই দেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন, যার আওতায় পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার সম্মুখীন হতে পারেন। নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা এবং যাচাই-বাছাইয়ের পর আগামী সপ্তাহেই এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে বলে জানা গেছে।

এছাড়া, তালিকায় আরও কিছু দেশ থাকতে পারে, তবে তাদের নাম এখনো প্রকাশিত হয়নি। এর আগে, ট্রাম্প তার প্রথম মেয়াদে সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যা নানা আইনি জটিলতার পর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের অনুমোদন পেয়েছিল। তবে, প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেন এবং ট্রাম্পের ওই পদক্ষেপকে তিনি ‘আমাদের জাতীর বিবেকে কলঙ্কের দাগ’ হিসেবে উল্লেখ করেছিলেন।

এখন, ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় আফগানিস্তান অন্তর্ভুক্ত হলে, তা হবে বিশেষভাবে দুঃখজনক লাখ লাখ আফগান নাগরিকদের জন্য, যারা শরণার্থী হিসেবে কিংবা বিশেষ অভিবাসন ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে