ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

ট্যাঙ্কার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এমজেএল বাংলাদেশ

২০২৫ মার্চ ০৬ ১০:৩১:৪৫
ট্যাঙ্কার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এমজেএল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি তার একটি সেকেন্ডহ্যান্ড অয়েল ট্যাঙ্কার বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ট্যাঙ্কারটির নাম এমটি ওমেরা লিগ্যাসি।

বুধবার (৫ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে এই জাহাজ বিক্রির সিদ্ধান্তটি অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত জাহাজটির ধারণক্ষমতা ১ লাখ ৭ হাজার মেট্রিক টন। জাহাজটির বয়স ২০ বছর। এটি ২ কোটি ২৭ লাখ ডলারে বিক্রি করা হবে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২৭২ কোটি ৪০ লাখ টাকায় (১ ডলার = ১২০ টাকা ধরে) সমমূল্য হবে। আর বিক্রি প্রক্রিয়ার জন্য কমিশন হিসেবে ব্যয় হবে ৩ শতাংশ। সে হিসেবে, জাহাজটি বিক্রি করে এমজেএল বাংলাদেশ পিএলসি পাবে ২৬৪ কোটি ২২ লাখ টাকা।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে