ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার বাংলাদেশি অভিবাসীদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

২০২৫ মার্চ ০৫ ১২:২৮:২৩
এবার বাংলাদেশি অভিবাসীদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সরকার দেশে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসকারী প্রায় এক হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়ায় বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে, বাংলাদেশ সরকারও এই বিষয়ে সহায়তা দিতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

আজ বুধবার একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ঢাকায় আসার পর বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তারা নিশ্চিত করেছে যে, অবৈধ বাংলাদেশিদের তালিকা এক হাজারের বেশি নয়, এবং তাদের ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী, ফিরিয়ে আনার প্রক্রিয়ায় বাংলাদেশের যথাযথ সহযোগিতা চাওয়া হয়েছে। তবে, বাংলাদেশ সরকার সুশৃঙ্খলভাবে এবং সম্মানজনকভাবে নাগরিকদের ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে, যেন কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

এছাড়া, যুক্তরাষ্ট্র সরকারের এ উদ্যোগের অংশ হিসেবে অন্য দেশগুলোর অবৈধ অভিবাসীদেরও ফেরত পাঠানো হয়েছে। ভারতের নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে এবং বাংলাদেশও এতে সহযোগিতা করবে বলে জানিয়েছে সরকার।

এনামুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে