ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

বেক্সিমকোর স্বতন্ত্র পরিচালক নিয়োগে আদালতের নতুন আদেশ

২০২৫ মার্চ ০৫ ১০:৫৬:৫৮
বেক্সিমকোর স্বতন্ত্র পরিচালক নিয়োগে আদালতের নতুন আদেশ

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের পূর্ববর্তী আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সিদ্ধান্তে, বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ সংক্রান্ত কার্যক্রমে কোনো বাধা থাকছে না। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

হাইকোর্ট গত ১৩ জানুয়ারি তিনটি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালকের নিয়োগ আদেশ স্থগিত করে দেয়, কিন্তু আজকের আপিল বিভাগের আদেশে সেই স্থগিতাদেশ বাতিল করা হয়েছে। এর ফলে, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকসে নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই।

বিএসইসি গত বছরের ৩১ ডিসেম্বর বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে ৯ জন স্বতন্ত্র পরিচালক বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় এবং ৭ জন শাইনপুকুর সিরামিকসে নিয়োগ দেয়। এর পর, তিনটি কোম্পানির পক্ষ থেকে রিট দায়ের করা হলে হাইকোর্টের স্থগিতাদেশ আসে।

আজকের শুনানিতে বিএসইসি’র পক্ষ থেকে আইনজীবী মো. আসাদুজ্জামান এবং আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন, আর রিট আবেদনকারী পক্ষের আইনজীবী ছিলেন ফিদা এম কামাল ও কামাল উল আলম।

আপিল বিভাগের আদেশের পর, আগামী ১৯ মার্চ হাইকোর্টে এ ব্যাপারে রুল নিষ্পত্তির জন্য নির্ধারণ করা হয়েছে।

এনামুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে