ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ট্রাম্পের কারণে বিশ্বজুড়ে শেয়ার বাজারে পতন

২০২৫ মার্চ ০৪ ২২:১৩:৩৮
ট্রাম্পের কারণে বিশ্বজুড়ে শেয়ার বাজারে পতন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটেছে চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকরের পর। ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

এর জবাবে, কানাডা ও চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, এবং মেক্সিকো একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। এই পরিস্থিতি বিশ্বজুড়ে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিনটি স্টক মার্কেটের সূচক হ্রাস পেয়েছে। একই ধরনের পতন ঘটেছে এশিয়ার শেয়ার বাজারগুলোতেও।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের গৃহস্থালি ব্যয় বৃদ্ধি পাবে এবং যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের ক্রেতাদের ওপরও এর প্রভাব পড়বে। আগামী কয়েকদিনের মধ্যে স্ট্রবেরি, অ্যাভোকাডো ও কলাসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফারলে ইন্ডাস্ট্রির ওপর বিলিয়ন বিলিয়ন ডলারের চাপ এবং চাকরি হারানোর মতো বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব কমিউনিটিতে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

অপরদিকে, যুক্তরাষ্ট্র-চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ঘটনায় বিশ্বজুড়ে দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে পূর্ণ বাণিজ্যিক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। তবে চীন এক্ষেত্রে দুটি বিষয়ের ইঙ্গিত দিয়েছে। প্রথমত, তারা বাণিজ্য যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। দ্বিতীয়ত, এই যুদ্ধ এড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায় বেইজিং।

শুল্ক আরোপ থেকে সরে আসার আহ্বান জানিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, "যে কোনও বাণিজ্য যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই করবে চীন। আমরা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব যে, দেরি হওয়ার আগে সঠিক আলোচনা ও সহযোগিতার পথে ফিরে আসুক।"

এনামুল/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে