ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

নামাজে বসে একটি ফোন কলেই কোটিপতি হলেন প্রবাসী জাহাঙ্গীর

২০২৫ মার্চ ০৪ ১৬:৩৫:৪০
নামাজে বসে একটি ফোন কলেই কোটিপতি হলেন প্রবাসী জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম (৪৪), যিনি জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন, এক অলৌকিক ঘটনায় কোটিপতি হয়েছেন। কঠোর পরিশ্রমের মাঝে ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা ছিল, তবে সোমবার (৩ মার্চ) ভাগ্য বদলানোর একটি কল এসে তার জীবনে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসে।

তিনি ‘বিগ টিকেট’ লটারির একটি কুপন কেনেছিলেন ১১ ফেব্রুয়ারি, নম্বর ছিল ১৩৪৪৬৯। তিন বছর ধরে তিনি এই লটারির টিকিট কিনছিলেন, কিন্তু কখনোই জিতেননি। তবে, আশা ছাড়েননি তিনি। সোমবার আবুধাবিতে লটারির ড্র অনুষ্ঠিত হয়, এবং জাহাঙ্গীরের টিকিটটি বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তখন তিনি নামাজে ছিলেন। বারবার ফোন বেজে উঠছিল, তবে তিনি কিছুই জানতেন না।

নামাজ শেষে ফোন হাতে নিতেই তাকে জানানো হয় যে, তিনি ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা) জিতেছেন। প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু পরে বিগ টিকেট কর্তৃপক্ষের কল পেয়ে তিনি নিশ্চিত হন। এই টিকিট তিনি একা কিনেননি, তার সঙ্গে আরও ১৪ জন বন্ধু মিলে এটি কিনেছিলেন।

জাহাঙ্গীর বলেন, “নামাজের সময় সুসংবাদ এল। আমি বিশ্বাস করি, এটা শুধু আমার জন্য নয়, আমাদের ১৪ জনের জন্য এক বিশেষ রহমত।” তিনি আরও জানান, তিনি এই অর্থ দিয়ে বন্ধুদের সঙ্গে দুবাইতে একটি ব্যবসা শুরু করতে চান।

এদিকে, বাংলাদেশে থাকা তার পরিবারও তার এই অবিশ্বাস্য কীর্তি নিয়ে বিস্মিত। দীর্ঘদিন কঠোর পরিশ্রমে কাটানো প্রবাসী জাহাঙ্গীর ও তার বন্ধুরা এখন নতুন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে