ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার জেলেনস্কিকে কঠিন শাস্তি দিলেন ট্রাম্প

২০২৫ মার্চ ০৪ ১১:০৬:১৬
এবার জেলেনস্কিকে কঠিন শাস্তি দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যেসব মার্কিন সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে পৌঁছায়নি, সেগুলো আর দেশটিতে প্রবেশ করবে না। এ সিদ্ধান্তের পেছনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে তার বাগ্‌বিতণ্ডার ঘটনা উল্লেখ করা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার, ৩ মার্চ, একাধিক মার্কিন সংবাদমাধ্যম এবং কাতার ভিত্তিক আল-জাজিরা দ্বারা প্রকাশিত প্রতিবেদনে এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, যতক্ষণ না ইউক্রেনের নেতারা শান্তির প্রতি তাদের আন্তরিকতা প্রমাণ করতে সক্ষম হন, ততক্ষণ পর্যন্ত কোনো সামরিক সহযোগিতা দেওয়া হবে না।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত সাময়িকভাবে নেওয়া হয়েছে, যা স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ করার মতো নয়। যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম বর্তমানে ইউক্রেনে পৌঁছায়নি, সেগুলো এই সিদ্ধান্তের আওতায় আসবে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে উড়োজাহাজ এবং জাহাজ যা ইউক্রেনের পথে রয়েছে এবং পোল্যান্ডে আটকে থাকা অস্ত্রও।

এই সাময়িক সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত ওয়াশিংটনের সহযোগিতার বিষয়ে।

ইউক্রেনকে প্রায় তিন বছর ধরে চলা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ থেকে বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা প্রদান করে আসছে। এর মধ্যে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে। তবে, ট্রাম্পের সাময়িক সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করতে পারে।

এনামুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে