ঢাকা, শনিবার, ২৯ মার্চ ২০২৫
Sharenews24

তিন খাতেই শেয়ারবাজারের লেনদেনের ৪৪ শতাংশ

২০২৫ মার্চ ০৩ ১৫:০২:১১
তিন খাতেই শেয়ারবাজারের লেনদেনের ৪৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তিন খাতের শেয়ারে। খাত তিনটি হলো-ফার্মা ও রসায়ন, বস্ত্র এবং প্রকৌশল খাত। আজ ডিএসইর মোট লেনদেনের ৪৩.৯৫ শতাংশই এই তিন খাত থেকে এসেছে। স্টকনাও এ তথ্য জানিয়েছে।

এদিন ফার্মা খাতে মোট লেনদেন হয়েছে ৬৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট ফান্ড, যা ডিএসইর মোট লেনদেনের ১৮.৩৯ শতাংশ। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে ৫৪ কোটি ৫৪ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির ৪ কোটি ৭৮ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির ৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩০ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১৩.৪৪ শতাংশ। এখাতে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে ৯ কোটি ১৫ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরিতের ৩৩ কোটি ১৮ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরিতে ৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, এদিন প্রকৌশল খাতে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫৬ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১২.১২ শতাংশ। খাতটিতে ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠান লেনদেন হয়েছে ২২ কোটি ৫৩ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির ১৫ কোটি ৪৫ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির ৫ কোটি ৬৭ লাখ টাকার।

জাহিদ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে