ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে পতন আরও বেড়েছে, লেনদেনেও পিছুটান

২০২৫ মার্চ ০৩ ১৪:৩৩:২২
শেয়ারবাজারে পতন আরও বেড়েছে, লেনদেনেও পিছুটান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে পতনের গভীরতা ধারাবাহিকভাবে আরও বেড়েছে। পাশাপাশি লেনদেনের পরিমাণ কমেছে এবং কমেছে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের দামও। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ফেব্রুয়ারি মাসের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছিল সাড়ে ৬ পয়েন্ট। এরপর মার্চের প্রথম কর্মদিবস রোববার সূচক কমেছে সাড়ে ১০ পয়েন্ট। আজ মার্চের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইর সূচক কমেছে প্রায় সোয়া ১৬ পয়েন্ট।

এদিকে, বহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকা। এরপর রোববার লেনদেন হয়েছিল ৪২১ কোটি ৯৫ লাখ টাকা। আর আজ লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৭৪ লাখ টাকা।

অন্যদিকে, বৃহস্পতিবার ডিএসইতে দাম বেড়েছিল ১৯৩টি প্রতিষ্ঠানের, কমেছিল ১৩৩টির; রোববার দাম বেড়েছিল ১৪৪টি প্রতিষ্ঠানের, কমেছিল ১৮৪টির এবং আজ দাম বেড়েছে ৯৮টি প্রতিষ্ঠানের, কমেছে ২৩০টির।

এতে দেখা যায়, গত তিন কর্মদিবসে সূচক, লেনদেন এবং প্রতিষ্ঠানের দাম ধারাবাহিকভাবে কমেছে এবং সব কিছুতে পতনের গভীরতা আজ অনেক বেড়েছে।

এর আগে টানা কর্মদিবস বাজার ইতিবাচক ছিল। ওই চার কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছিল ৭৫ পয়েন্ট। বিপরীতে গত তিন কর্মদিবসে ডিএসইর সূচক কমেছে প্রায় ৩৩ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আগামীকালও যদি বাজার নেতিবাচক প্রবণতায় ঘুরাফিরা করে তাহলে পরের দিন থেকে ঘুরে দাঁড়াবে। তাঁদের মতে, আগামীকালও বাজার ঘুরে দাঁড়াতে পারে।

সোমবারের বাজার

আজ ডিএসইর প্রধান সূচক ১৬.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২০ পয়েন্টে। অন্য দুই সূচকরে মধ্যে ডিএসইস ৪.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.১৬ কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪২১ কোটি ৯৫ লাখ টাকার। লেনদেন কমেছে ৪০ কোটি ২১ লাখ টাকার।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৩০টির এবং পরিবর্তন হয়নি ৬৮টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৫ কোটি ১৬ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৮টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৪ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ২৫.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৭ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৫৩.৫৪ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে