ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আসিফ মাহমুদের স্ট্যাটাসে রীতিমতো আলোড়ন

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ২০:০০:৪৭
আসিফ মাহমুদের স্ট্যাটাসে রীতিমতো আলোড়ন

নিজস্ব প্রতিবেদক : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া উপদেষ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকারের অন্যতম বড় ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা।

আওয়ামী পূনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা—এ দুটি বিষয়ই সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে, এই সরকার এখন পর্যন্ত কোনো একটি পক্ষকেও প্রশ্রয় দেয়নি। এর ফলস্বরূপ, ভেতর-বাহির থেকে অসহযোগিতা দেখা যাচ্ছে।

এমন পরিস্থিতিতেও, সরকার এখনও জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতার উপর নির্ভরশীল। যতদিন জনগণের প্রতি আনুগত্য এবং জনবান্ধন কাজ করার সৎ নিয়ত থাকবে, ততদিন জনগণ এই সরকারকে সমর্থন দিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে