ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পদত্যাগের পর নাহিদের মন্ত্রণালয় পেলেন ড. ইউনূস

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৯:৩২:৩৮
পদত্যাগের পর নাহিদের মন্ত্রণালয় পেলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : গত ২৫ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পর, মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়। এর পরের দিন, ২৬ ফেব্রুয়ারি, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নাহিদ ইসলামের পদত্যাগের পর, তার দুই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ন্যস্ত হয়। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মাহফুজ আলমকে, তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব ড. ইউনূস নিজেই রেখেছেন।

এটি এক সাধারণ প্রক্রিয়া, যেখানে উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে সেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনিই পরে দায়িত্ব বণ্টন করেন।

এর আগে, ড. ইউনূস পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যার মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এনামুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে