ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নতুন মন্ত্রণালয় পেলেন মাহফুজ

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৯:০৯:৪৭
নতুন মন্ত্রণালয় পেলেন মাহফুজ

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এরপর ২৮ আগস্ট মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। তবে তখন তার দায়িত্বে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়নি।

এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। তবে তিনি গতকাল (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের কারণ হিসেবে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি এবং দলটির নেতৃত্বে থাকতে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে। তবে দলটির নাম এখনো ঘোষণা করা হয়নি।

সূত্রের মতে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন নাহিদ ইসলাম।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে