ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ছাত্রদের নতুন দলে যাচ্ছেন না যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৬:১৬:০৬
ছাত্রদের নতুন দলে যাচ্ছেন না যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক : আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। তবে এই দলে যোগ দিচ্ছেন না জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। ফেসবুক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন তারা।

এসময় আলী আহসান জুনায়েদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, "আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে, সেখানে আমি থাকছি না। আমি এরই মধ্যে দলের নেতাদের জানিয়ে দিয়েছিলাম। বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং জাতির নজর নতুন দলের ওপর রাখতে আমি নীরবতা বেছে নিয়েছিলাম, তবে গুঞ্জন থামছে না। তাই এখন পরিষ্কার করে বলছি।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের ভবিষ্যত নির্মাণে অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দল অত্যন্ত প্রয়োজন। নতুন রাজনৈতিক দলের প্রতি আমার দোয়া রইলো, যেন তারা সততা ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হয়।"

অন্যদিকে, রাফে সালমান রিফাত তার ফেসবুক পোস্টে লিখেছেন, "২৮ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমি থাকছি না, তবে আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না। আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশী, যেটি হবে সত্যিকার অর্থে ডেমোক্রেটিক, ইনক্লুসিভ, বৈষম্যহীন ও আধিপত্যমুক্ত।"

এছাড়া, জুনায়েদ এবং রাফে সালমান দুজনই নতুন দলের জন্য শুভকামনা জানিয়ে তাদের পূর্ববর্তী সম্পর্ক ও শ্রদ্ধাবোধ অটুট রাখার আশা প্রকাশ করেছেন।

জাহিদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে