ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১১:৪৫:৫৪
মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করার ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।

২২ ফেব্রুয়ারি, শনিবার বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় জাহাঙ্গীর আলম তার দলবল নিয়ে হ্যান্ডমাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন। তার ওই ঘোষণা ও চাঁদাবাজির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে।

ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হলেন হাসেম (৩৯), আসাদুল ইসলাম (২৪), সুমন মিয়া (২৮), এবং হৃদয় হাসান রাকিব (২৬)। অভিযুক্তদের মধ্যে একজনের কাছ থেকে রামদা উদ্ধার করা হয়েছে। মূল হোতা জাহাঙ্গীর আলমসহ অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

চাঁদাবাজির সময় জাহাঙ্গীর আলম তার আশপাশে শতাধিক যুবককে লাল গামছা দিয়ে মাথা-মুখ ঢাকা এবং দেশীয় অস্ত্রসহ দেখিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "এমসি বাজার আমি আমার নিয়ন্ত্রণে নিব এবং আমার লোকজন খাজনা উঠাবে, কেউ বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে।"

এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে