ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নির্বাচন নিয়ে সরকারের চূড়ান্ত সময়সূচি এখন প্রকাশ্যে

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ০৮:৪৮:২৪
নির্বাচন নিয়ে সরকারের চূড়ান্ত সময়সূচি এখন প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র। তবে, যদি কোনো কারণে ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব না হয়, তাহলে নির্বাচন এক মাস পর্যন্ত পেছানোর সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) কার্যক্রম শুরু করেছে।

সূত্রগুলো আরো জানাচ্ছে, ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা থাকলেও, যদি তা সম্ভব না হয়, তাহলে আগামী জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা হতে পারে, কারণ ফেব্রুয়ারিতে শুরু হবে পবিত্র রমজান। রমজান ও ঈদুল ফিতরের পর নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে, এমন ধারণা রয়েছে।

এদিকে, নির্বাচন কমিশন ইতিমধ্যেই ডিসেম্বরে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। নির্বাচন কমিশনাররা অক্টোবরে তফসিল ঘোষণার সম্ভাবনা জানিয়েছেন এবং প্রয়োজনীয় কাজ যেমন ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ প্রস্তুতি শুরু করেছে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে তবে এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। বিএনপি এবং বামপন্থী দলগুলো বছরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে, তবে জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের পক্ষে। সরকার এই বিষয়ে ভাবনা-চিন্তা করছে, তবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও চিন্তা রয়েছে। পুলিশের কার্যক্রম এখনও স্বাভাবিক না হওয়ায় নির্বাচনের সময় নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে, সেনাবাহিনীকে সহায়তা হিসেবে মাঠে নামানোর পরিকল্পনাও রয়েছে।

দেশের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ১১টি কমিশন গঠন করা হয়েছে এবং তাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে। তবে, দ্রুত ঐকমত্য তৈরি না হলে নির্বাচন পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে, আগামী নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি, তবে ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা অনেকটাই দৃঢ় হয়ে উঠছে।

এমসহ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে