ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

‘বাপ নেতা হলে ছেলে নেতা হবে, পরিবারতন্ত্রের দিন শেষ’

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ০৮:৩৪:৫৩
‘বাপ নেতা হলে ছেলে নেতা হবে, পরিবারতন্ত্রের দিন শেষ’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি এক গুরুত্বপূর্ণ মন্তব্যে বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠনের পথে কোনো পরিবারতন্ত্র থাকবে না। তিনি বলেন, “বাপ নেতা হলে ছেলে নেতা হবে—এই পুরনো প্রথা আর চলবে না। আমরা কোনোরকম পরিবারতন্ত্র চাই না।” তিনি আরও উল্লেখ করেন, দলের যে কোনো যুক্তিসম্মত সমালোচনা মেনে নেবে এবং যোগ্যতা অনুযায়ী আসন ছাড়তে প্রস্তুত থাকবে।

এছাড়া সারজিস আলম বলেন, “এখন যে সময়টি বাংলাদেশে চলমান, সে সময় দেশবাসীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা চাই, দেশের প্রতিটি মানুষ, বিশেষ করে যুবকরা, তাদের নিজ নিজ এলাকায় নেতা হয়ে উঠুক। তারা চেয়ারম্যান, মেম্বার কিংবা এমপি হয়ে দেশ ও জাতির জন্য কাজ করুক।”

তিনি আরও জানান, “এ দেশে খুনি হাসিনার জুলুমের শিকার হওয়ার কারণে আমরা আর কোনো ধরনের অত্যাচার সহ্য করব না। ঘুষ, দুর্নীতি, মারামারি—এইসব আর চলবে না। আমরা এই প্রথাগুলোর অবসান চাই।”

সারজিস আলমের বক্তব্যে স্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে যে, তার নতুন রাজনৈতিক দলের মধ্যে কোন পরিবারতন্ত্র বা পিতৃতান্ত্রিক শাসন থাকবে না, এবং দলটি দেশের মানুষের কল্যাণে একযোগভাবে কাজ করবে।

এমসহ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে