ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সাবেক সামরিক সদস্যদের নিয়ে সারজিস ও নাসিরুদ্দিনের  নতুন পরিকল্পনা

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ০৮:২৭:২৯
সাবেক সামরিক সদস্যদের নিয়ে সারজিস ও নাসিরুদ্দিনের  নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সম্প্রতি সাবেক সামরিক বাহিনীর সদস্যদের কেন্দ্রীয় কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং সাবেক সামরিক বাহিনীর সদস্যরা। নতুন বাংলাদেশ গঠনে একসঙ্গে কাজ করার জন্য সাবেক সামরিক সদস্যদের দক্ষতাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক পন্থায় দেশের ভেতরে ও বাইরের সব অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম চালাবে। তিনি বলেন, "যদি দেশের ভেতরে বা বাইরের শত্রুরা গণতান্ত্রিক পন্থায় কোনো বাধা দেয়, তবে নতুন রাজনৈতিক দল আরেকটি বিপ্লবের ডাক দেবে।"

নতুন রাজনৈতিক ব্যবস্থায় গণপরিষদ নির্বাচন আয়োজনের জন্য তিনি জোর দাবি জানান, এবং কোনো বাধা এলে তা "শক্ত হাতে" প্রতিহত করার কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, নতুন রাজনৈতিক দল জনগণের কল্যাণে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকবে।

এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উল্লেখ করেন, আগামী এক বছরের মধ্যে সারাদেশে জনসংযোগের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় আসবে নতুন রাজনৈতিক দল। তিনি বলেন, "বিডিআর বিদ্রোহ এবং অন্যান্য ঘটনাসমূহের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার গভীর ষড়যন্ত্র করেছিল।"

সারোয়ার তুষার আরও বলেন, বাংলাদেশে যেকোনো বিষয়ে দিল্লির হস্তক্ষেপ শক্ত হাতে প্রতিহত করা হবে। তিনি বিশ্বাস করেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন রাজনৈতিক দল দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সভায় মন্তব্য করেন, সাবেক সামরিক বাহিনীর সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতাকে নতুন বাংলাদেশ গঠনে কাজে লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, "সাবেক সেনাবাহিনীর সদস্যদের মেধা ও অভিজ্ঞতা দেশের উন্নতির জন্য অপরিহার্য।"

এছাড়া সভায় উপস্থিত অন্যান্য নেতারা নতুন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মকৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, যা দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করবে।

এমসহ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে