ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

চট্টগ্রাম স্টক্স এক্সচেঞ্জে হঠাৎ বড় লেনদেন

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৫:২৫:৫৮
চট্টগ্রাম স্টক্স এক্সচেঞ্জে হঠাৎ বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হঠাৎ লেনদেন বেড়েছে। এদিন সিএসইতে আগের দিনের তুলনায় দ্বিগুণের বেশি লেনদেন হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আগের দিন সিএসই-তে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আজ লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৮ টাকার। আগের দিনের চেয়ে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকার। যা দ্বিগুণেরও বেশি।

সিএসই-তে আজ লেনদেন বৃদ্ধির প্রধান কারণ হলো, এদিন সিএসই-তে চার কোম্পানির লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম, খান ব্রাদার্স, স্কয়ার ফার্মা ও লাভেলো আইসক্রীম।

এদিন মেঘনা পেট্রোলিয়ামের লেনদেন হয়েছে ৬ কোটি ২২ লাখ টাকার, খান ব্রাদার্সের ২ কোটি ৫ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৬৭ লাখ ৬৭ হাজার টাকার এবং লাভেলো আইসক্রীমের ৫০ লাখ ২১ হাজার টাকার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে সিএসই-তে লেনদেন হয়েছিল ৫ কোটি টাকার নিচে। আগের দিন বুধবার লেনদেন ৬ কোটি ছাড়িয়েছিল। আর আজ লেনদেন প্রায় ১৪ কোটি টাকায় পৌঁছেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে