ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

উত্থানের আভাস দিয়ে শেষ সপ্তাহের লেনদেন

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৫:২০:৪৭
উত্থানের আভাস দিয়ে শেষ সপ্তাহের লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দুদিন পতন প্রবণতায় থাকার পর আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উত্থানের আভাস দিয়ে উ্রভয় শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেরেঞ্জ (ডিএসই) সূচকের সঙ্গে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। পাশাপাশি ডিএসই-তে আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে, তার চেয়ে বেশি পরিমাণে প্রতিষ্ঠানের দাম বেড়েছে।

অন্যদিকে, এদিন সিএসই-তেও সূচক ও লেনদেন বেড়েছে। পাশাপাশি সিএসই-তেও আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে, তার চেয়ে বেশি পরিমাণে প্রতিষ্ঠানের দাম বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০০ পয়েন্টে। আগেরদিন সূচক কমেছিল ১০.৭৫ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ১৩ লাখ টাকার। আজ লেনদেন বেড়েছে ২৯ কোটি ৫৬ লাখ টাকার।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৬০টির এবং দর পরিবর্তন হয়নি ৭৪টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৩ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৯টি প্রতিষ্ঠানে মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৬টির, কমেছে ৭৬টির এবং পরিবর্তন হয়নি ৩৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮২ পয়েন্টে। আগেরদিন সূচক কমেছিল ৩২ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে