ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৩:৩৬:৩৬
ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে, প্রযুক্তিগত সমস্যার কারণে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। বিমানটি ৪০৮ আরোহী নিয়ে মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে অবতরণ করে। প্রথমে, একটি সূত্র জানায় যে, একটি যাত্রী মোবাইলের পাওয়ার ব্যাংক তার লাগেজে রেখেছিল, যা বিমানে সিগন্যালের সমস্যা তৈরি করেছিল, তবে নাগপুর বিমানবন্দরের পরিচালক জানান যে, বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে এটি জরুরি অবতরণ করতে হয়েছে।

বিমানটি অবতরণের পর সকল যাত্রী নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। তাদের জন্য নতুন একটি ফ্লাইট প্রস্তুত করা হচ্ছে, যা তাদের গন্তব্য দুবাই পৌঁছে দেবে। এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাত ৮টা ৫৩ মিনিটে ছেড়ে গিয়েছিল এবং মাত্র ২০ মিনিটের মধ্যে জরুরি অবতরণ করতে হয়।

বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট নাগপুর থেকে যাত্রীদের তাদের গন্তব্যে নিয়ে যাবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে