ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

তিন কোম্পানির শেয়ার হল্টেড

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৩:০৩:৫২
তিন কোম্পানির শেয়ার হল্টেড

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথমভাগে বিক্রেতা উধাও হয়ে গেছে তিন কোম্পানির শেয়ারের। এতে ক্রেতারা সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে শেয়ার কিনতে চাইলেও বিক্রেতার অভাবে কোম্পানিগুলোর শেয়ার কিনতে পারছেন না।

কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, এসআলম কোল্ড রোল্ড স্টিল এবং শাইনপুকুর সিরামিকস। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ফু-ওয়াং ফুডের শেয়ার ১৪ টাকা ২০ পয়সায় লেনদেন শুরু হয়। দিনের প্রথমভাগেই কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হতে দেখা যায়। তারপর দিনের অবশিষ্ট সময় সর্বোচ্চ দামে অর্থাৎ ১৫ টাকা ৪০ পয়সায় হল্টেড থাকে। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪ টাকা। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ।

এদিকে, এসআলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারও দিনের প্রথমভাগে সর্বোচ্চ দামে উঠে হল্টেড হয়ে যায়। দিনের প্রথমভাগে কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর লেনদেন হতে দেখা যায়। তারপর দিনের বাকি সময় সর্বোচ্চ দামে অর্থাৎ ১৫ টাকা ৪০ পয়সায় হল্টেড থাকে। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪ টাকা। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। আগেরদিনসহ কোম্পাানিটির শেয়ার এ নিয়ে টানা ৫ কর্মদিবস সর্বোচ্চ দরে হল্ডেট হল।

অন্যদিকে, শাইনপুকুর সিরামিকসের শেয়ার লেনদেনের শুরুতেই সর্বোচ্চ দামে হল্টেড হয়ে যায়। শুরুতে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৪০ পয়সায় লেনদেন শুরু হয়। কিছুক্ষণের মধ্যে কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হতে দেখা যায়। তারপর দিনের শেষ সময় পর্যন্ত সর্বোচ্চ দামে যৎসামান্য শেয়ার কেনাবেচা হয়। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭০ শতাংশ। আগেরদিনও কোম্পাানিটির শেয়ার সর্বোচ্চ দরে হল্ডেট ছিল।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে