ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

দুই মোবাইল কোম্পানির শেয়ারে যুগপৎ সেল প্রেসার

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৬:২৪:৫১
দুই মোবাইল কোম্পানির শেয়ারে যুগপৎ সেল প্রেসার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই মোবাইল কোম্পানির শেয়ারে আজ যুগপৎ সেল প্রেসার দেখা গেছে। সেল প্রেসারে কোম্পানি দুটির শেয়ার দাম আজ বুধবার জোট বেঁধে নেতিবাচক প্রবনতায় টার্ন নিয়েছে। কোম্পানি দুটি হলো-গ্রামীণফোন ও রবি আজিয়াটা।

আজ কোম্পানি দুটির শেয়ার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় চতুর্থ ও পঞ্চম নম্বরে ছিল। এদিন বড় লেনদেন নিয়েও কোম্পানি দুটির শেয়ার দাম নেতিবাচক প্রবণতায় আটকে ছিল।

কোম্পানি দুটির মধ্যে রবি আজিয়াটা আগেরদিন মঙ্গলবার রেকর্ড সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা কোম্পানিটির শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ ডিভিডেন্ড।

২০২০ সালে রবি আজিয়াটা শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির বছরে কোম্পানিটি কোন ডিভিডেন্ড দেয়নি। পরের বছর ২০২১ সালে ৫ শতাংশ ক্যাশ, ২০২২ সালে ৭ শতাংশ ক্যাশ এবং ২০২৩ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

এবছর রেকর্ড সর্বোচ্চ ডিভিডেন্ড দিলেও কোম্পানিটির রেকর্ড ডিভিডেন্ডের খবর আসার দিন অর্থাৎ গতকাল মঙ্গলবারও নেতিবাচক প্রবণতায় ছিল এর দর। আজ দ্বিতীয় দিনও শেয়ারটির দাম নেতিবাচক অবস্থানে ছিল। এমনকি ডিভিডেন্ড ঘোষণার আগের দিন সোমবারও কোম্পানিটির শেয়ার পিছুটানে ছিল।

অন্যদিকে, শেয়ারবাজারে বৃহৎ মূলধনী কোম্পানি গ্রামীণফোনের শেয়ার দাম আগের দিন মঙ্গলবারও পতন প্রবণতায় ছিল। আজও কোম্পানিটির শেয়ার পিছুটানে ছিল। তবে এর আগে তিন দিন টানা কোম্পানিটির শেয়ার ইতিবাচক ছিল।

গ্রামীণফোন গত ৪ ফেব্রুয়ারি ৩১ ডিসেম্বর ২০২৪ সালের জন্য রেকর্ড সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি অন্তবর্তী ডিভিডেন্ডসহ ৩৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। রেকর্ড ডিভিডেন্ড ঘোষণার দিন থেকে কোম্পানিটির শেয়ার টানা তিন দিন পতন প্রবণতায় ছিল। তারপর অবশ্য কিছুটা উঠে দাঁড়ায়। গত দুই দিন যাবত ফের সংশোধনে রয়েছে কোম্পানিটির শেয়ার।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে