ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে সৈয়দা জাকেরিন বখতের যোগদান

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ২১:০৫:৪০
ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে সৈয়দা জাকেরিন বখতের যোগদান

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ূারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জেড এন কনসালট্যান্টসের প্রধান পরামর্শক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জাকেরিন বখত নাসির।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসইর ১০৮৬তম পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ১৩ ফেব্রুয়ারি তাঁকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ দান করেন।

সৈয়দা জাকেরিন বখত নাসিরের ৩২ বছরেরও অধিক সময় মানবসম্পদ বিষয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি দুটি আন্তর্জাতিক সংস্থা আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড এবং সিমেন্স বাংলাদেশ লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএইচআরএম) এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। মানবসম্পদ কার্যাবলীর সকল দিক, বিশেষ করে প্রতিষ্ঠানের সাংগঠনিক ও প্রক্রিয়াগত উন্নয়নে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। কৌশলগত চিন্তাভাবনা, পরিবর্তন ব্যবস্থাপনা, আইনি সম্মতি, নেতৃত্ব উন্নয়ন, প্রক্রিয়া উন্নয়ন, মানবসম্পদ দক্ষতা, প্রতিভা ব্যবস্থাপনা এবং সাংগঠনিক উন্নয়নে তাঁর দক্ষতা রয়েছে।

সৈয়দা জাকেরিন বখত নাসির বর্তমানে জেড এন কনসালটেন্টেস এর প্রধান পরামর্শক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি সাংগঠনিক রূপান্তর, প্রতিভা ব্যবস্থাপনা এবং ক্ষতিপূরণ ও সুবিধা ডিজাইনসহ বিভিন্ন মানবসম্পদ সমাধান প্রদান করে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এবং ব্যাংকিং-এ বি.কম (অনার্স) এবং ফিন্যান্স-এ এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য। তিনি ১৯৯৩ সালে পাকিস্তানে সিমেন্সের একটি সিস্টার কনসার্নে মানবসম্পদ বিভাগে কার্যকরী অভিজ্ঞতা অর্জন করেন।

এছাড়াও তিনি জার্মানির সিমেন্সের প্রধান কার্যালয়ের এইচআর বিভাগের সাথে সংযুক্ত ছিলেন। তিনি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া এবং হংকং-এ অনুষ্ঠিত একাধিক কর্মশালার অংশগ্রহণ করেন।

ডিএসইর ১০৮৬তম পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ৩২ বছরেরও অধিক সময় ধরে প্রাতিষ্ঠানিক মানবসম্পদ উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব সৈয়দা জাকেরিন বখত নাসির পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসইর পরিচালনা পর্ষদ৷

তিনি আরো বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমূখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সকলকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে৷

উল্লেখ্য যে, স্বতন্ত্র পরিচালক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন গত বছরের ৪ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন৷ ড. নাহিদ হোসেন পদত্যাগের ফলে শূন্য হওয়া পরিচালক পদে সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ প্রদান করা হয়৷

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে