ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ইতিবাচক বাজারের নেপথ্যে ৬ কোম্পানির শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৫:৪২:৪৯
ইতিবাচক বাজারের নেপথ্যে ৬ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আগেরদিন রোববার শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। তবে আজ লেনদেনের শুরু থেকেই উভয় বাজারে ইতিবাচক প্রবণতায় দেখা যায়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে আজ পৌনে ১৩ পয়েন্ট।

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল জানিয়েছে, এদিন বড় মূলধনী ৬ কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণে শেয়ারবাজার ইতিবাচক হয়েছে। কোম্পানিগুলো আজ ডিএসইর সূচকে যোগ করেছে ১৪ পয়েন্টের বেশি।

কোম্পানিগুলো হলো-ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা ও আল-আরাফা ইসলামী ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে এদিন ইসলামী ব্যাংকের শেয়ার দাম বেড়েছে ৮০ পয়সা, গ্রামীণফোনের ৫ টাকা ২০ পয়সা, ব্র্যাক ব্যাংকের ৭০ পয়সা, বেক্সিমকো ফার্মার ১ টাকা ৩০ পয়সা , বিকন ফার্মার ২ টাকা ৯০ পয়সা এবং আল-আরাফা ইসলামী ব্যাংকের ৩০ পয়সা।

এর প্রেক্ষিতে ইসলামী ব্যাংক ডিএসইর সূচকে যোগ করেছে ৪.১৮ পয়েন্ট, গ্রামীণফোন ২.৬১ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক ২.৪৭ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১.৫০ পয়েন্ট, বিকন ফার্মা ১.৪৯ পয়েন্ট এবং আল-আরাফা ইসলামী ব্যাংক ১.০৯ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে