ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

‘সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে’: শফিকুল আলম

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৫:৪৮:১৭
‘সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে’: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমকে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকতা এমন হওয়া উচিত, যা সরকারের ভুল-ত্রুটি সবার সামনে তুলে ধরে এবং সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়। তিনি দাবি করেন, এ সরকার তার ভুল-ত্রুটির জন্য জোর গলায় সমালোচনার জন্য প্রস্তুত এবং সেই সমালোচনা তারা উন্মুক্তভাবে গ্রহণ করবে।

রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে অনুষ্ঠিত ‘ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব ধরনের ভিন্নমত থাকবে। আমি চাই সমালোচনা করতে যারা গড় গলায় করবে, তাদেরও আমরা স্থান দেব।”

তিনি আরও বলেন, কিছুদিন আগে একটি পত্রিকা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসাসূচক লেখার জন্য তাদের ফোনে জানিয়েছিল, “আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন, তাহলে সেটা বেশি ফলপ্রসূ হবে।”

শফিকুল আলম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় অনেক গণমাধ্যম নিজেদের কর্তব্য সঠিকভাবে পালন করেছে, তবে তখনও অনেক পত্রিকা সরকারের প্রভাবে সাংবাদিকতার স্বাধীনতা চ্যালেঞ্জ করেছিল।

তিনি সাবধান করে বলেন, "বিভিন্নভাবে পত্রিকা ও সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করার পরেও, কিছু সংবাদপত্র তাদের কর্তব্য পালন করেছে এবং এমন সাংবাদিকদের প্রতি স্যালুট জানানো উচিত।"

এছাড়া তিনি গণমাধ্যম সংস্কারের বিষয়ে কমিশনের রিপোর্ট ফেব্রুয়ারির শেষের দিকে জমা হতে পারে জানিয়ে বলেন, আশা করা হচ্ছে, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার প্রতি একটি ইতিবাচক প্রভাব ফেলবে।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে