ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিদ্যুৎ সরবরাহ করবে আদানি, তবে মূল্য ছাড়ে অস্বীকৃতি

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১২:০৫:৪৮
বিদ্যুৎ সরবরাহ করবে আদানি, তবে মূল্য ছাড়ে অস্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে চলেছে ভারতের আদানি পাওয়ার। গ্রীষ্ম মৌসুমের আগে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) তাদের অনুরোধে আদানি পাওয়ার পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে। তবে, আদানি বিদ্যুৎ দামের ক্ষেত্রে বাংলাদেশকে কোনো ছাড় বা করছাড় দেয়ার বিষয়ে রাজি হয়নি। গত বছরের আগস্টে বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্বের কারণে আদানি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছিল।

বর্তমানে, বিপিডিবি ও আদানি পাওয়ারের মধ্যে আলোচনায় বিদ্যুৎ সরবরাহের শর্ত এবং আদানির পাওনা পরিশোধের বিষয়টি উঠে এসেছে। আদানি পাওয়ারের দাবী, তাদের পাওনা প্রায় ৯০ কোটি ডলার। যদিও, বিপিডিবি তা ৬৫ কোটি ডলার বলে উল্লেখ করেছে।

বিদ্যুৎ সরবরাহের শর্তে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে বাংলাদেশ এ সময়ের মধ্যে পূর্ণ বিদ্যুৎ সরবরাহ পাবে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে