ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

স্ত্রী আইএসআই এজেন্ট হলে, আমি র-এর এজেন্ট

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৭:৪৩:১৯
স্ত্রী আইএসআই এজেন্ট হলে, আমি র-এর এজেন্ট

নিজস্ব প্রতিবেদক : আসামের কংগ্রেস নেতা গৌরব গগৈ সম্প্রতি বিজেপির পক্ষ থেকে তার স্ত্রীর বিরুদ্ধে আইএসআই সংক্রান্ত অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “যদি আমার স্ত্রী আইএসআই এজেন্ট হন, তবে আমি ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর (RAW) এজেন্ট।” তিনি আরো বলেন, “যদি সালমান খানের স্ত্রীর মতো কেউ আইএসআই এজেন্ট হতে পারে, তবে আমাকেও ‘র’-এর এজেন্ট হতে হবে।”

এ মন্তব্যটি গগৈ করেছিলেন বুধবার (১২ ফেব্রুয়ারি) নলবাড়িতে একটি অনুষ্ঠানে, যেখানে তিনি বিজেপির অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, তার স্ত্রীর পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং বিজেপির এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিজেপির মুখপাত্র কিশোর উপাধ্যায়ের দাবি ছিল, গগৈয়ের স্ত্রী পাকিস্তানের পরিকল্পনা কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছিলেন। এই অভিযোগের পর থেকে ব্যাপক বিতর্ক শুরু হয়, যার ফলে কংগ্রেস পক্ষ থেকে এর অস্বীকৃতি জানানো হয়।

গৌরব গগৈ বলেছেন, তার স্ত্রীর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, এবং এই অভিযোগটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তবে, বিজেপি আসাম শাখা বিষয়টির আইনি তদন্তের আহ্বান জানিয়ে গৌরব গগৈয়ের স্ত্রীর পাকিস্তান সংশ্লিষ্টতার বিষয়ে স্পষ্টীকরণ দাবি করেছে।

এদিকে, গগৈ এই বিতর্কের জবাবে নিজেকে ‘র’-এর এজেন্ট হিসেবে দাবি করেছেন, যা আরও এক ধাপ উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

ফারহানা/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে