ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঢাকা উত্তর সিটির প্রশাসক পদে মোহাম্মদ এজাজ: নতুন যাত্রা, নতুন প্রতিশ্রুতি

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৫:৫৯:৫৯
ঢাকা উত্তর সিটির প্রশাসক পদে মোহাম্মদ এজাজ: নতুন যাত্রা, নতুন প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আজ (১২ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে আগামী এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেছে।

নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর, মোহাম্মদ এজাজ জানিয়েছেন, "আগামীকাল অফিশিয়ালি জয়েন করব এবং রোববার থেকে অফিস শুরু করবো। শুরুতেই আমি মোহাম্মদপুরের চব্বিশের গণ-আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত করে কার্যক্রম শুরু করবো। আমি সবার সহযোগিতায় কাজ করতে চাই।"

এজাজ আরও বলেন, "আমার মূল লক্ষ্য হচ্ছে— এই শহরের মধ্যে বৈষম্য কমানো। সবাই যেভাবে ঢাকাকে দেখে, আমি সেভাবে দেখি না। আমি পুরো কার্যক্রম গণতান্ত্রিক উপায়ে করতে চাই।"

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্নয়ন ও পরিবর্তনের জন্য তিনি যে নিরলস পরিশ্রম করবেন, তা এখন সকলের প্রত্যাশা। তাঁর নেতৃত্বে ডিএনসিসি একটি নতুন দিশা পাবে, যা শহরের মানুষের জন্য আরও সমতাভিত্তিক এবং সুষম উন্নয়ন নিশ্চিত করবে।

এস সৈকত/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে