ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আশরাফ টেক্সটাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৯:৪৭:৩৩
আশরাফ টেক্সটাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আশরাফ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কারণে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৯৪১ তম কমিশন সভায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশরাফ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিচালিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ৮৮১ তম এবং ৯০২ তম কমিশন সভার সিদ্ধান্তসমূহ অনুসারে সিকিউরিটিজ আইন ও বিধি লঙ্ঘনের জন্য বিএসইসি প্রয়োজনীয় এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি, প্রতিষ্ঠানটির মানি লন্ডারিং সংক্রান্ত বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ প্রেরণ করার চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে বিএসইসি আশরাফ টেক্সটাইলের অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে, যার ফলে শেয়ারবাজারে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও সতর্কতার সংকেত দেওয়া হচ্ছে।

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে