ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

টার্নওভারের নেতৃত্বে ফিরেছে ব্যাংকের শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৫:৪০:৩৯
টার্নওভারের নেতৃত্বে ফিরেছে ব্যাংকের শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ২-১টি ছাড়া বাকি সবগুলোই ফি বছর বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিচ্ছে। তারপরও ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ কম।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের শেয়ার বড় মূলধনী কোম্পানি। বড় মূলধনী কোম্পানি হিসাবে ব্যাংকের শেয়ারে বড় বিনিয়োগকারীদের সম্পৃক্ততা কম। কারণ বড় মূলধনী কোম্পানির শেয়ার ‘প্লে’ করা কঠিন। এ কারণে ব্যাংকের শেয়ারে বড় উত্থান-পতন সাধারণত কম দেখা যায়।

তবে ভালো ডিভিডেন্ডের কোম্পানি হিসাবে ব্যাংকের শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অনেক পছন্দের। সামনে ব্যাংকগুলোর ডিভিডেন্ড রয়েছে। যে কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ব্যাংকের শেয়ার নিয়ে নাড়াছাড়া শুরু করেছেন। এতে ব্যাংকের শেয়ার ইতিবাচক প্রবণতায় ফেরার পাশাপাশি লেনদেনও বাড়তে শুরু করেছে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্যাংক খাতের ৫টি কোম্পানির শেয়ার। যেগুলো হলো-পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে পূবালী ব্যাংকের শেয়ার রয়েছে লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষ স্থানে। অন্য চার কোম্পানির মধ্যে ট্রাস্ট ব্যাংক চতুর্থ স্থানে, সিটি ব্যাংক পঞ্চম স্থান, মিডল্যান্ড ব্যাংক ষষ্ট স্থানে ও ডাচ-বাংলা ব্যাংক সপ্তম স্থানে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে