ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

সূচক ও লেনদেনে প্রবৃদ্ধি, ইতিবাচক বাজারের আভাস

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৫:১২:১৫
সূচক ও লেনদেনে প্রবৃদ্ধি, ইতিবাচক বাজারের আভাস

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিন ইতিবাচক থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার পতনে রূপ নিয়েছিল দেশের শেয়ারবাজার।

তবে একদিন পর গতকাল সোমবার ফের ইতিবাচক প্রবণতায় ফিরেছে উভয় বাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮ পয়েন্টের বেশি এবং লেনদেন হয়েছে ৮২০ কোটি টাকার বেশি।

আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার শেয়ারবাজার আরও একধাপ এগিয়েছে। আজ ডিএসইর সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। এদিন সূচক বেড়েছে সাড়ে ১৭ পয়েন্টের বেশি এবং লেনদেন হয়েছে ৫১৯ কোটি টাকার বেশি।

এদিকে, গতকাল চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন মুদ্রানীতিকে শেয়ারবাজার উন্নয়নে সহায়ক হিসাবে আখ্যায়িত করেছেন।

তারা বলছেন, নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি এবং ট্রেজারি ইল্ড হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে।

মঙ্গলবার বাজার পর্যালোচনা:

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে।

অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৩.৪৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ১ হাজার ৯১৪ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৫১৯ কোটি ৫৫ লাখ ২৬ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৬৫ লাখ টাকার।

ডিএসইতে আজ মোট ৩৯৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২১৬টির, কমেছে ১১৯টির এবং পরিবর্তন হয়নি ৬৫টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৬৬ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৬টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১৯পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ২ পয়েন্ট।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে