ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে সাউথইস্ট ব্যাংক

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১০:৫৮:৪৮
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে সাউথইস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করতে যাচ্ছে। এই বন্ডের মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এটি ফুললি রিডেম্বল বন্ড হবে, যার মানে হল যে, বন্ডের মেয়াদ শেষ হলে সম্পূর্ণরূপে অবসায়ন করা হবে। এছাড়া, বন্ডটি হবে নন-কনভার্টিবল, অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। বন্ডটি কুপনযুক্ত হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। এর সুদের হার হবে ভাসমান এবং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড বরাদ্দ করা হবে।

এই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকটি তার টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করার জন্য ব্যবহার করবে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।

এস এম হক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে